ফ্রাইজানেস, ০৮ মে (এপি/ইউএনবি)- গুয়েতেমালায় একটি কারাগারে দাঙ্গা চলাকালে গোলাগুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও ১০ জন।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, নিহতরা সকলেই গুয়েতেমালা শহরের প্রায় ১০ মাইল (১৭ কিলোমিটার) পূর্বে ফ্রাইজানেস পৌরসভার পাভন পুনর্বাসন মডেল ফার্মে বন্দী ছিলেন।
মঙ্গলবার কয়েদিরা প্রায় আট ঘণ্টা ধরে কারাগার নিয়ন্ত্রণ করেছিল বলে জানান কর্মকর্তারা। পরে প্রায় ১৫০০ পুলিশ কর্মকর্তা ও সেনা সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা সেখানে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, ৯০০ বন্দী ধারণ ক্ষমতার হলেও কারাগারটিতে চার হাজারের বেশি বন্দী রাখা হয়েছে।