করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শনিবার ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ৬৪৮ জন আক্রান্ত হয়েছেন।
রবিবার এ তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মৃতদের মধ্যে ৯৬ জনই উহানের রাজধানী হুবেই প্রদেশের বাসিন্দা, যেখানে প্রাণঘাতি এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল। এছাড়া একজন গুয়াংডং প্রদেশের বাসিন্দা।
গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে কোভিড-১৯ নামে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চীন থেকে উৎপত্তি হওয়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬০ জনে। এছাড়া চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।