বেইজিং, ১৩ জানুয়ারি (এপি/ইউএনবি)- চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনির ছাদ ধসের ঘটনায় ২১ জন শ্রমিক নিহত হয়েছেন।
শানজি প্রদেশের শেনমু শহরে শনিবার এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ভূগর্ভস্থ কয়লা খনিতে মোট ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর ৬৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আটকে পড়া বাকি শ্রমিকদের মধ্যে প্রথমে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে রবিবার সকালে নিখোঁজ আরও দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, চীনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে থাকে। বিগত বছরগুলোতে চীনে বেশ কয়েকটি খনি দুর্ঘটনা, রাসায়নিক কারখানায় বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফলে দেশটির জন্য এই দুর্ঘটনাগুলো এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।