ওই নগরীর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত করা ১১ লাখেরও বেশি পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস ধরা পড়েনি।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কিংদাও শহরে কমপক্ষে ছয়জনের মধ্যে নতুন করে ভাইরাস ধরা পড়েছে।
সপ্তাহের প্রথম দিকে একটি হাসপাতালে নতুন প্রাদুর্ভাব দেখা দেয়ার পরে ১২ জনের মধ্যে করোনা পাওয়া য়ায়। যার মধ্যে অর্ধেকের লক্ষণ আছে এবং বাকি অর্ধেক কোনো লক্ষণ ধরা পড়েনি।
এর আগে, কিংদাও শহর কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা সপ্তাহের শেষের দিকে শহরের ৯০ লাখ বসবাসকারী সকলের করোনা পরীক্ষা করার পরিকল্পনা করছে। বড় বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র কিংদাও ইলেকট্রনিক্স পণ্য ও চীনা নৌবাহিনীর উত্তরের বহরের বাসস্থান হিসেবে পরিচিত।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর এই ভাইরাস দ্রুত পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে।
মঙ্গলবার প্রকাশিত দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট ৩০ জন নতুন করে এ ভাইরাস আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে ৮৫,৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪,৬৩৪ জন।