মিশন বন্ধ করতে বেইজিংয়ের সিদ্ধান্তের পর মার্কিন কূটনীতিকরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চীনা শহর চেংদুর মার্কিন কনস্যুলেট ছেড়েছেন।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে শুক্রবার চেংদুর কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় চীন। খবর এপির।
এই ইট-পাটকেল খেলার কারণে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যু নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার বেড়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মার্কিন কনস্যুলেট থেকে আমেরিকার পতাকা নামিয়ে ফেলা হয়েছে। এছাড়া, চীন সরকারের আদেশে কর্মকর্তারা অফিস খালি করে দিয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে যে সোমবার (স্থানীয় সময়) বেলা ১১টা ৫০ মিনিটে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে মার্কিন মিশনে পতাকাটি নামানো হয়।
পুলিশ কনস্যুলেটের আশপাশের দুটি থেকে তিনটি ব্লক বন্ধ করে দিয়েছে। ফলে কনস্যুলেটটি আর দেখা যাচ্ছে না।