চীনের মূল ভূখণ্ডে টানা ১৩তম দিনের মতো সোমবার করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুহীন কেটেছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে জানান, মূল ভূখণ্ডে সার্বিকভাবে নিশ্চিত হওয়া আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৩৬ জনে পৌঁছেছে এবং সোমবার পর্যন্ত এ রোগে ৪ হাজার ৬৩৩ জন মারা গেছেন।
সোমবারেও এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক রোগী সুস্থ হয়েছেন বলে মি ফেং জানান।
কমিশন সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত মূল ভূখণ্ডে বিদেশ থেকে আসা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে, যার মধ্যে ১ হাজার ৮৭ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।