জার্মানির দক্ষিণাঞ্চলে এক আশ্রয় কেন্দ্রে ছুরিকাঘাতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ।
ডিপিএ’র খবরে বলা হয়, হামলাকারী ব্যক্তি ওই আশ্রয়কেন্দ্রের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় তিনি লেক কনস্ট্যান্সের ক্রেসব্রোনের ভবনের কক্ষের দরজায় টোকা দেন এবং বাসিন্দারা দরজা খুললে তিনি তাদের ছুরিকাঘাত করেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে অন্তত ২০ জনের মৃত্যু
এতে এক ব্যক্তি আঘাতের সঙ্গে সঙ্গেই মারা যান এবং আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
পুলিশ কর্মকর্তারা আশ্রয়কেন্দ্রের সামনে থেকে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছেন। তবে জার্মান গোপনীয়তা নীতি অনুসারে তার নাম জানানো হয়নি। সোমবার সকালে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে তদন্ত করছিলেন।
আরও পড়ুন: নরওয়েতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, আহত এক ডজনের বেশি