রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রে রপ্তানি ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে মার্কিন বাণিজ্য বিভাগের সর্বশেষ করা তালিকায় রাশিয়ার ৪০টি বৈধ সংস্থাকে জঙ্গি পৃষ্ঠপোষকতার সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা বিভ্রান্তকর ও আপত্তিজনক।
আরও পড়ুন: মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রথম দিনেই তুলে নেবেন বাইডেন
সংবেদনশীল পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রমশ যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠায় রাশিয়ার বিরুদ্ধে দেশটির পক্ষ থেকে এ ধরনের অবন্ধুত্বসুলভ কৌশলের আশ্রয় নেয়া হয়েছে বলে জোর দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আবারও আমাদের যুক্তিগুলো শুনার আহ্বান জানাচ্ছি। আমাদের উভয় দেশের মধ্যকার রাজনৈতিক এবং বাণিজ্য ও অথনৈতিক বিষয়ে এমন বিধ্বংসী সিদ্ধান্ত নেয়ার আগে এর পরিণতির যথাযথ মূল্যায়ন শুরু করার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: মিয়ানমারের সেনাপ্রধানসহ ৪ শীর্ষ কর্মকর্তার ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা
মন্ত্রণালয় বলছে, এ পদক্ষেপের সাথে সাথে যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাজারগুলোতে তাদের প্রতিযোগী কমানোর পরিকল্পনা করছে যা তাদের নিজস্ব ব্যবসারও ক্ষতি করবে।
সোমবার জঙ্গি সংম্পৃক্ততা রয়েছে উল্লেখ করে মার্কিন বাণিজ্য অধিদপ্তর থেকে ১০৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ৪৫টি রাশিয়ান সংস্থা রয়েছে যাদের পণ্য জঙ্গিরা ব্যবহার করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
আরও পড়ুন: জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষ, অস্ত্র কেনা-বেচায় বাধামুক্ত ইরান
বৈধ কাগজ থাকা বাংলাদেশিদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি