তবে চার সপ্তাহের এ উত্তেজনাপূর্ণ বিরোধে তৃতীয়বারের মতো ফের যুদ্ধবিরতিতে যেতে এবং চার দশকেরও বেশি সময়ের পুরনো এ সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করতে নিজেদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে আর্মেনিয়া ও আজারবাইজান।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র, আর্মেনিয়া ও আজারবাইজান সরকার এক যৌথ বিবৃতি দিয়েছে।
এর আগে, রাশিয়ার মধ্যস্থতায় গত সপ্তাহের শেষে ও আগের ঘোষিত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও সংঘর্ষে জড়ানোর জন্য উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
রবিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র ওই দুই দেশের সাথে ‘নিবিড় আলোচনা’ করেছে এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মনতসাকেন এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ যুদ্ধবিরতি বাস্তবায়ন ও মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রতিশ্রুতি সোমবার থেকে কার্যকর হয়েছে।
পম্পেও জানান, সংঘাতের মধ্যস্থতা করার জন্য অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের মধ্যস্থতায় মিনস্ক গ্রুপের সহ-সভাপতিত্বে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এ আলোচনায় অংশ নিয়েছিল।