ভারতের প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ‘যারা পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন, তাদের সকলের জন্য আমরা গর্বিত। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এইসব ব্যতিক্রমী ব্যক্তিত্বরা যে গুণগত পরিবর্তন নিয়ে এসেছেন তা অন্যদের জীবনে সুফল বয়ে এনেছে।’
বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ড. সানজিদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির এ বছর ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সোমবার রাতে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
‘পদ্মশ্রী’ ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা খেতাব।
আরও পড়ুন: ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের নেতৃত্বে বাংলাদেশি কন্টিনজেন্ট
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্টকে দিল্লিতে সংবর্ধনা
বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী পুরস্কারগুলো ঘোষণা করে। মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি তাদের হাতে পুরস্কার তুলে দেন।
সংগীতশিল্পী সানজিদা খাতুন (৮৭) বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতি তিনি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী একজন বীর মুক্তিযুদ্ধা। তিনি ১৯৭১ সালের সেপ্টেম্বরে মুক্তিযুদ্ধে যোগ দেন। সেই সময় তিনি সিলেট অঞ্চলে ৪ নম্বর সেক্টরের অধীনে দ্বিতীয় গোলন্দাজ বাহিনীকে সংগঠিত করেন।
আরও পড়ুন: ভারতের সাথে মৈত্রী বন্ধন বাংলাদেশের উন্নয়নে সহায়ক: তথ্যমন্ত্রী
ঢাকায় ভারতের উপহারের ভ্যাকসিন সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতির অংশ: রাষ্ট্রদূত
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা
স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পান তিনি।
পদ্ম পুরস্কার ২০২১
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর পদ্ম পুরস্কারেরের জন্য জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকেও মনোনীত করা হয়েছে।
রাষ্ট্রপতি চলতি বছর ১১৯টি পদ্মা পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন (দুজনের ক্ষেত্রে একটি পুরস্কারসহ)। তালিকায় সাতটি পদ্ম বিভূষণ, ১০টি পদ্মভূষণ এবং ১০২টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, পুরস্কার প্রাপ্তদের মধ্যে ২৯ জন নারী, বিদেশি/অনাবাসী/পিআইও/ওসিআই বিভাগের ১০ জন, মরণোত্তর ১৬ জন এবং একজন হিজড়া সম্প্রদায়ের রয়েছেন।