দেশটির আন্তবাহিনী জনসংযোগের সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে বলা হয়, শনিবার দিবাগত রাতে উত্তর ওয়াজিরিস্তানের খাইসুরা ও দোসালী এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনী এ অভিযান পরিচালনা করে।
বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসবাদী ও প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে, নয় সন্ত্রাসী মারা যান এবং একজনকে গ্রেপ্তার করা হয়।’
এতে আরও বলা হয়, গোলাগুলিতে দুজন সেনাও মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন।
ওই এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে, হামলায় কারা জড়িত ছিল সে ব্যাপারে কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।
এক সপ্তাহেরও কম সময়ে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ। এর আগে, পাকিস্তান সেনাবাহিনী জানায়, সোমবার সন্ত্রাসীরা ওই অঞ্চলে একটি চেকপোস্টে হামলা করলে মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য ও পাঁচ সন্ত্রাসী মারা যায়।