রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইসলামাবাদের একটি বিশেষ আদালত।
মোশাররফের আইনজীবী আখতার শেখ জানান, মঙ্গলবার পারভেজের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তবে ওই বেঞ্চের এক বিচারক মৃত্যুদণ্ডের আদেশের বিরোধিতা করেন।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির একজন সাবেক সেনাপ্রধান ও শাসককে মৃত্যুদণ্ড দেয়া হলো।
সামরিক অভ্যুত্থানে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন মোশাররফ। এরপর প্রেসিডেন্ট হিসেবে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
দণ্ডিত মোশাররফ বিদেশে চিকিৎসা নিতে জামিনে ছাড়া পেয়েছিলেন। ২০১৬ সাল থেকে তিনি দেশের বাইরে রয়েছেন। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।
এদিকে রায় ঘোষণার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার এই রায় নিয়ে মন্তব্য করার আগে এটি ‘বিস্তারিত পর্যালোচনা’ করবে।