ইউক্রেনে শনিবার তৃতীয় দিনের মতো রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে। শনিবার ভোরে দেশটির রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ এ হামলার ফলে শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।
দেশের একাধিক শহরে বিস্ফোরণ ও গোলাগুলির মধ্যে জেলেনস্কি যুদ্ধবিরতির আবেদনও জানিয়েছেন এবং এক বিবৃতিতে তিনি বলেছেন, দেশটির একাধিক শহর আক্রমণের শিকার হয়েছে।
তিনি বলেন, ‘এই রাতে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। ইউক্রেনের ভাগ্য এখনই নির্ধারিত হচ্ছে।’
আরও পড়ুন: পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপের
মার্কিন সরকার জেলেনস্কিকে কিয়েভ থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়। তবে তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এ বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এক মার্কিন জ্যৈষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জেলেনস্কিকে উদ্ধৃত করে বলেছেন তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন,’লড়াই এখানে’ এবং তার ট্যাঙ্ক বিরোধী গোলাবারুদ দরকার কিন্তু ‘অভিযান নয়’।
এক লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
এদিকে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ কারণে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে এক লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইতিমধ্যে জোরপূর্বক গণবাস্তুচ্যুতিও শুরু হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে চীনা ও রুশ প্রেসিডেন্টের মতবিনিময়
ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ‘এক লাখের মতো মানুষ গৃহ হারা ও দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা ধারণা করছি। এ অঞ্চলে আরও কয়েক হাজার মানুষ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছেন এই বিষয়েও আমরা জ্ঞাত আছি। আর এটা আমরা লক্ষ করছি এই পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে।’
তিনি বলেন, ‘গতকাল আমরা দেখেছি মোল্দোভায় পাঁচ হাজার শরণার্থীর আগমন ঘটেছে। এছাড়া অন্যরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও রাশিয়ার দিকে যাচ্ছে।’
বেসামরিক নাগরিক হত্যা
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের দুদিনে শতাধিক বেসমারিক নাগরিক নিহতের কথা জানিয়েছে ইউএন রাইটস অফিস ওএইচসিএইচআর।
ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ‘আমরা কমপক্ষে ১২৭ জন বেসামরিক নাগরিকের হতাহতের খবর পেয়েছি। তাদের মধ্যে ইউক্রেনে ২৫ জন নিহত এবং ১০২ জন আহত হয়েছেন।’
পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা
ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে সরাসরি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের এ পদক্ষেপ ‘পুতিনের কার্যক্রমের বিরুদ্ধে বিরোধীদের শক্তি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা।’
আরও পড়ুন: রুশ আক্রমণে হুমকির মুখে ইউক্রেনের রাজধানী
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাকি সাংবাদিকদের বলেন, ‘একজন নেতা যখন একটি সার্বভৌম দেশ আক্রমণের মাঝখানে সেখানে কূটনীতি উপযুক্ত না। তবে এর মানে এই না আমরা চিরতরে কূটনীতি বাতিল করেছি।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুতিন ও তার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন পুতিনের সম্পদ জব্দের বিষয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশও পুতিন ও লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন বিষয়ে জানানোর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তের কথা জানালো।
সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের ওপরও নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে।