ট্রাম্প বিকালে শার্লোট কনভেনশন সেন্টারে এসে হাজির হন। সেখানে তাকে ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের জন্য ভোট দিতে তিন শতাধিক দলীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অঘোষিত সফরে এসে ট্রাম্প প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আমি উত্তর ক্যারোলিনায় আসা কর্তব্য মনে করেছি।’
তিনি তার বক্তব্যে প্রথম মেয়াদের সাফল্য ও মহামারি রোধে তার প্রশাসনের পদক্ষেপ তুলে ধরেন। সেই সাথে মেইলে ভোট দেয়া এবং গত সপ্তাহে অনলাইনে জাতীয় সম্মেলন করা ডেমোক্রেটদের সমালোচনা করেন তিনি। পাশাপাশি কিছু গণমাধ্যমে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন নিয়ে আসা সংবাদকে এক হাত নেন তিনি।
যদি পুনরায় নির্বাচিত হন তাহলে যে বিষয়গুলোতে অগ্রাধিকার দেবেন তা নিয়েও কথা বলেন ট্রাম্প। বিষয়গুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, কর হ্রাস, ওষুধের মূল্য কমানো এবং সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখা।
উল্লেখ, আগামী নির্বাচনে ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন।