পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, সম্প্রতি কোভিড পজেটিভ শনাক্ত হওয়া লিথুয়ানিয়ান প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা করার ঠিক কয়েক দিন পরই ওই কর্মকর্তা আক্রান্ত হন।
পেন্টাগনের প্রধান মুখপাত্র জোনাথন হফম্যান জানান, প্রতিরক্ষামন্ত্রী রাইমুন্দাস কারোব্লিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জানার পর প্রতিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা অ্যান্থনি টাটাকে বৃহস্পতিবার পরীক্ষা করা হয়।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলার এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর সেক্রেটারিরাসহ টাটা এবং অন্য সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তারা গত শুক্রবার ও সোমবার কারোব্লিসের সাথে সাক্ষাৎ করেছিলেন।
হফম্যান আরও জানান, যারা প্রতিনিধিদলের সংস্পর্শে এসেছিলেন তাদের দ্রুত শনাক্ত এবং পরীক্ষার প্রক্রিয়া চলছে।
মিলার এবং অন্যান্য সিনিয়র স্টাফ এবং একটি মিডিয়া দল সেনা ও কর্মকর্তাদের সাথে দেখা করতে বুধবার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে ভ্রমণ করেন। ওই ভ্রমণের একটি ভিডিওতে দেখা গেছে, মিলার ফোর্ট ব্র্যাগে অনেকের সাথে হাত মিলিয়ে আলিঙ্গন করছেন এবং জাহাজের নাবিকদের সাথে দেখা করেন।
এদিকে, নির্বাচনী প্রচারণার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস।
অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্য অনেকের শরীরেও কোভিড শনাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের পলিটিক্যাল ডিরেক্টর ব্রায়ান জ্যাক, হোয়াইট হাউসের সাবেক সহযোগী হেলি বাউমগার্ডনার এবং ট্রাম্পের প্রচারণা শিবিরের উপদেষ্টা ডেভিড বোসি ও কোরি লেওয়ানডোভস্কি।
এর আগে, গত অক্টোবরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত হন।
আরও পড়ুন: বিশ্বব্যাপী কোভিড শনাক্ত ৫.৬৮ কোটি ছাড়াল