এ ঘটনায় ৫৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির জনগণ নেতানিয়াহুর পদত্যাগ ও বিচারের দাবি জানিয়ে আসছিল।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দেশটির পরিস্থিতির জন্য সরকারের নেয়া দুর্বল পদক্ষেপকে দোষরোপ করছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নেতানিয়াহুর বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করছিলেন বিক্ষোভকারীরা।
দেশটির পুলিশ জানিয়েছে, শহরের মধ্য একটি মিছিল বের করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
মার্চ মাসে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। দেশটি সমস্ত বিধিনিষেধ প্রত্যাহারের পরের সাম্প্রতিক সপ্তাহগুলিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এখন অবধি ইসরাইলে ৫৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে মোট ৪৪২ জন।
এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির তদন্তের জন্য ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। সমালোচকরা বলেছেন, মহামারির চেয়ে তিনি আইনি জবাবদিহিতা থেকে বাঁচার দিকে বেশি মনোনিবেশ করছেন।