বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, টানা পাঁচ সপ্তাহ করোনাভাইরাসে মৃত্যু হ্রাস পাওয়ার পর গত সপ্তাহে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার মহামারি সম্পর্কে প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, গত সপ্তাহে আট হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে আমেরিকায় ২১ শতাংশ এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউএইচও আরও বলেছে, তবে করোনাভাইরাস আক্রান্তের হ্রাস অব্যাহত রয়েছে। গত সপ্তাহে প্রায় ৩২ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছানোর পর থেকেই করোনা সংক্রমণের হার হ্রাস পেয়েছে। তবে এসময়েও কিছু অঞ্চলে সংক্রমণের হার ঊর্ধ্বগতি ছিল। যেমন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংক্রমণ যথাক্রমে ৫৮ শতাংশ এবং ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস চলতি সপ্তাহের শুরুতে বলেন, যেহেতু অনেক দেশ নজরদারি এবং পরীক্ষা কমিয়ে দিয়েছে, তাই শনাক্তের সংখ্যা কম জানা যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশে মহামারিতে মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের প্রায় ৫ গুণ বেশি: ডব্লিউএইচও
বিশ্বে করোনা সংক্রমণ ১৯ শতাংশ কমেছে, মৃত্যু স্থিতিশীল: ডব্লিউএইচও