ফ্লোরিডা, ০৪ মে (এপি/ইউএনবি)- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৪৩ আরোহী নিয়ে একটি চার্টার বিমান নদীতে পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে কিউবার গুয়ানতানামো বে থেকে উত্তর ফ্লোরিডার জ্যাকসনভিলে অবতরণ করে বোয়িং ৭৩৭ বিমানটি। এ সময় এটি রানওয়ে থেকে ছিটকে পাশের সেইন্ট জোন্স নদীতে পড়ে যায়। বিমানটিতে ১৩৬ যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। তবে কেউ হতাহত হননি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটির সব আরোহী জীবিত রয়েছেন। ২১ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।