ইরানের সমসাময়িক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দেশব্যাপী চলা বিক্ষোভের মধ্যে সোমবার দ্বিতীয় বন্দী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটির সংবাদ সংস্থা মিজান বার্তা এ তথ্য জানায়।
মিজান বার্তা সংস্থা জানায়, দেশটির বিচার বিভাগের অধীনে মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির নাম মাজিদ্রেজা রাহনাভার্ড। ১৭ নভেম্বর মাশহাদে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যা এবং চারজনকে আহত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভের মধ্যে আটক প্রথম বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বিক্ষোভগুলো ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে।
অন্যদিকে, চলমান বিক্ষোভকারীরা বলেছেন যে ভবিষ্যতে আরও অনেককে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।
তাদের দাবি, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত প্রায় এক ডজন লোককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ইরানের বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সম্পর্ক জোরদারের আলোচনা
ইরানের উপমন্ত্রী ও শাহরিয়ার আলমের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা