বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়ে মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ৯ হাজার ৮৪ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৩৫ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: করোনায় একদিনে আরও ১৯৯ প্রাণহানি, শনাক্ত ১১৬৫১
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ১১৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৬ হাজার ৪৬৮ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৩৩ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৩৪৪ জনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭৪৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৭৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৩ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৫২৭ জনে।
আরও পড়ুন: অক্সিজেন ও করোনা রোগীদের শয্যা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ
বাংলাদেশ পরিস্থিতি
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জন প্রাণ হারিয়েছেন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে বুধবার আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০১ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। এছাড়া একদিনে আরও ১১ হাজার ৬৫১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে করোনায় প্রাণ গেল ২ জনের, শনাক্ত ৬৭
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। শনাক্তের হার ৩১.৬২ শতাংশ। মৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন। সুস্থতার হার ৮৬.৫৭ শতাংশ। মৃত্যুর হার ১.৬০ শতাংশ।