বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৪৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৩৫ হাজার ৩৮৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৭১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮০ হাজার ৩৫৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫৯৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৪০৩ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময়ে নতুন করে ৬৪১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৭৪০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২২০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় আরও এক মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৬৪১