লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর এক বন্দর শ্রমিককে বৃহস্পতিবার সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় অনলাইন পোর্টাল আলআরাবিয়া ডট নেট জানিয়েছে।
বিস্ফোরণে নিখোঁজ আমিন আল-জাহেদকে ভূমধ্যসাগরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
একটি উদ্ধারকারী দল আল-জাহেদকে নৌকায় করে আনার পর বৈরুতের রাফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে আল-জাহেদের পরিবার এখনও তার কাছে পৌঁছাতে পারেনি।
তবে কীভাবে ওই যুবক এতক্ষণ বেঁচে ছিলেন তা এখনও স্পষ্ট নয়।