জীবিত উদ্ধার
বরগুনায় সেতু ভেঙে কনেযাত্রীবাহী মাইক্রোবাস নদীতে পড়ে নিহত ৯
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে কন্যাযাত্রীবাহী মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে চাওড়া নদীর উপর নির্মিত হলদিয়া হাট সেতু ভেঙে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবিয়া (৪৫), রাইতি (২২), ফাতেমা (৫৫), জাকিয়া (৩৫), রুকাইয়াত ইসলাম (৪), তাহিয়া মেহজাবিন আজাদ (৭), তাসফিয়া (১৪), ঋধি (৪) ও রুবি বেগম (৩৫)।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
এদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। অপর ৭ জনের বাড়ি মাদারিপুরের শিবচর উপজেলার কোকরার চর গ্রামে। লাশগুলো আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহতদের স্বনজনরা জানায়, কাউনিয়া ইব্রাহিম একাডেমির সহকারী শিক্ষক ও উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠান হয় শুক্রবার। শনিবার আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা হুমায়রার স্বামী ডা. সোহাগের বাড়ি যাচ্ছিলেন কনেযাত্রীরা। হলদিয়া সেতু পার হওয়ার সময় সেতুর মাঝের অংশ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা নদীতে পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যায়। মাইক্রোবাসে ১৬ জন ও অটোতে ৩ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনে পক্ষের ৯ যাত্রী মারা যান।
মাইক্রোবাসে থাকা সোহেল মিয়া বলেন, ‘মাইক্রোবাসে কনে পক্ষের ১৬ জন যাত্রী বরের বাড়ি যাচ্ছিলাম। হলদিয়া হাট সেতুতে উঠামাত্রই মাঝখান দিয়ে ভেঙে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। আমিসহ ৩ জন সাঁতরে কিনারে উঠতে পেরেছি। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ৯ জনের মরদেহ উদ্ধার করেছে।
একই পরিবারের তিন নিহতের স্বজন আবুল কালাম আজাদ বলেন, ‘আমার কিছুই রইল না। আমার দুই কন্যা ও স্ত্রী মারা গেছে। সব হারিয়ে আমি এখন অসহায়।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন ও নাসির উদ্দিন বলেন, মাইক্রোবাস ও অটোটি সেতুর মাঝখানে এলে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা স্থানীয়দের নিয়ে উদ্ধারের চেষ্টা চালাই। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজে অংশ নেয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ৯ জন মারা গেছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়ার ইনচার্জ মো. হানিফ বলেন, চার ঘণ্টা চেষ্টা চালিয়েও মাইক্রোবাস উদ্ধার করতে পারিনি। উদ্ধার চেষ্টা অব্যাহত আছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার কাজের তদারকি করছি।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৫ মাস আগে
চট্টগ্রামে গভীর সাগরে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার
গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ আগস্ট ‘এফবি রাজু’ নামের একটি ফিশিং বোট চট্টগ্রামের আকমল আলী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।
২১ আগস্ট বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।
আরও পড়ুন: নিম্নচাপে ভোলায় ৫ ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ
পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সকাল ৯টায় সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড জানায়, জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। উত্তাল সাগরে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটি আনুমানিক দুপুর ১২টার দিকে ১৩ জেলেসহ সাঙ্গু গ্যাসফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার জেলেরা নোয়াখালী জেলার বাসিন্দা। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।
উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্টগার্ড জাহাজ জেলেসহ বোটটি কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় এনে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সুন্দরবন থেকে অপহৃত ১৪ জেলে উদ্ধার, গ্রেপ্তার ৫
১ বছর আগে
তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ দল, ৯ জনের লাশ পুনরুদ্ধার
বাংলাদেশের একটি যৌথ উদ্ধারকারী দল গত সোমবারের ভূমিকম্পের পর তুরস্কে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পটি এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার রবিবার বলেছেন, বাংলাদেশ দল এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে এবং ৯টি লাশ উদ্ধার করেছে।
সেনাবাহিনীর ৩৪ জন এবং ফায়ার সার্ভিসের ১২ জনের সমন্বয়ে গঠিত দলটি বুধবার রাত ১০টায় ঢাকা ত্যাগ করে এবং বৃহস্পতিবার রাত ৯টা ৪৬ মিনিটে তুরস্কের আদানা সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছায়।
আরও পড়ুন: ভূমিকম্প: নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল, তুরস্কে ঠিকাদার আটক
১ বছর আগে
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল
তুরস্ক ও সিরিয়ায় পাঁচ দিনেরও বেশি সময় আগে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট শনিবার তার দেশে নিহতের সংখ্যা ২৪ হাজার ৬১৭ জন জানিয়েছেন। এদিকে সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা তিন হাজার ৫৫৩ জন ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সানলিউরফা শহরে বলেছেন, শুধু তুরস্কেই ৮০ হাজার ১০৪ জন আহত হয়েছেন। তবে ভূমিকম্পের ১৩০ ঘণ্টারও বেশি সময় পরেও ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পের পর পাঁচ দিন ধরে ধসে পড়া বাড়ির ভেতর বেঁচে থাকা পাঁচ সদস্যের একটি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।
তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন যে সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যাহত হয়। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটি ৫০০ কিলোমিটার ব্যাসের, যেখানে তুরস্কের এক কোটি ৩৫ লাখ মানুষের বাসস্থান।
আরও পড়ুন: একটু উষ্ণতার জন্য লড়ছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষেরা
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে উল্লাস
১ বছর আগে
চীনের সোনার খনিতে দুই সপ্তাহ আটকে থাকা ১১ শ্রমিককে জীবিত উদ্ধার
চীনের একটি সোনার খনিতে বিস্ফোরণের কারণে দুই সপ্তাহ ধরে আটকা থাকার পর ১১ শ্রমিককে রবিবার জীবিত উদ্ধার করা হয়েছে।
৩ বছর আগে
শ্বশুর ও স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে শ্যালককে পানিতে ডুবিয়ে হত্যা
বরগুনায় ছয় বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে মেরে বিষখালি নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগে দুলাভাইকে আটক করেছে পুলিশ। এ সময় আর এক শ্যালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
গাইবান্ধায় খুন হওয়া গৃহবধূ ৯ বছর পর জীবিত উদ্ধার
কথিত হত্যা ও লাশ গুমের শিকার হওয়া এক গৃহবধূকে ৯ বছর পর জীবিত উদ্ধার করেছে গাইবান্ধা থানা পুলিশ।
৪ বছর আগে
বৈরুত বিস্ফোরণ: ৩০ ঘণ্টা পর বন্দরের শ্রমিককে জীবিত উদ্ধার
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর এক বন্দর শ্রমিককে বৃহস্পতিবার সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় অনলাইন পোর্টাল আলআরাবিয়া ডট নেট জানিয়েছে।
৪ বছর আগে
মাছ ধরে ফেরার পথে হাতিয়ায় নৌকাডুবি: ৩ জেলের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর এলাকায় মেঘনা নদীতে ১৪ জেলে নিয়ে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৩ ঘণ্টা পর নদী থেকে জীবিত উদ্ধার
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পরে সোমবার রাতে নদী থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ডুবুরিরা।
৪ বছর আগে