বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীর একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর তৃতীয় দিনের মতো ধ্বংসস্তূপ সরানো এবং হতাহতদের সন্ধানে চেষ্টা চলছে।
এই হামলায় হিজবুল্লাহর এলিট রাদোয়ান বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার ইব্রাহিম আকিলসহ আরও ১৪ জন সদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন: বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১
চলতি সপ্তাহের শুরুতে লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে ৩৭ জন নিহত ও ২ হাজার ৯৩১ জন আহত হওয়ার পর ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
লেবানন সরকার এই বিস্ফোরণকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে। হিজবুল্লাহ তাদের ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
আরও পড়ুন: ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা নিহত