সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৪৫ হাজার ৮৮২ রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ৪ হাজার ৩৬৫ জনে এবং এক দিনে আরও ৫৮৪ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩২ হাজার ১৬২ জনে।
হাসপাতাল থেকে ৮৪ লাখের বেশি রোগীকে ছাড়পত্র দেয়া হলেও, দেশটিতে এখনও ৪ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছে, খবর সিনহুয়া।
আরও পড়ুন: বিশ্বব্যাপী কোভিড শনাক্ত ৫.৬৮ কোটি ছাড়াল
পরিস্থিতি বিবেচনায় কোভিড পরীক্ষার হার বাড়িয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার পর্যন্ত মোট ১২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৭৮৬টি পরীক্ষা হয়েছে। এর মধ্যে কেবল বৃহস্পতিবারই পরীক্ষা করা হয় ১০ লাখ ৮৩ হাজার ৩৯৭টি নমুনা।
এদিকে, গত কয়েক দিনে রাজধানী দিল্লিতে হঠাৎ করে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানলে আর্থিক জরিমানা বাড়ানো, বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ৫০ জনে সীমাবদ্ধ করাসহ বিভিন্ন নিয়ম কার্যকর করেছে রাজ্য সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতে, রাজধানীতে ৪২ হাজারের বেশি সক্রিয় করোনা রোগী রয়েছে। আসন্ন দিনগুলোতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় হাসপাতালে সাধারণ বেডের পাশাপাশি আইসিইউ বেড সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা করোনাভাইরাসে আক্রান্ত
কোভিড-১৯ সংক্রমণ রোধে শুক্রবার থেকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ শহরে ‘নাইট কারফিউ’ কার্যকর হচ্ছে।