তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে রবিবার সকালে ৪৩ জন যাত্রী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ডুবে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় শহর দার এস সালাম থেকে প্রিসিসন এয়ারের ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
প্রিসিসন এয়ার তানজানিয়ার একটি এয়ারলাইন কোম্পানি।
আরও পড়ুন: দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
স্থানীয় বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানা গেছে, বিমানটির বেশিরভাগ অংশই হ্রদে ডুবে গেছে।
কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে সাংবাদিকদের বলেন, আমরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছি।’
তিনি বলেন, ‘যখন বিমানটি হ্রদের প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) ওপর দিয়ে যাচ্ছিল, তখন এটি খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়। সে সময় বৃষ্টি হচ্ছিল এবং বিমানটি পানিতে তলিয়ে যায়। ’
এমওয়াম্পাঝালে আরও বলেন, তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।