মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষস্থানীয় নেতার অবমাননাকর মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
ইতোমধ্যে পাঁচটি আরব দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানও সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির দুজন শীর্ষস্থানীয় মুখপাত্রের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
এদিকে, কিছু আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো মোদির শাসক দলকে কখনও কখনও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তৃতা দেয়ার অভিযোগ করেছে। ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যার ১৪ শতাংশ মুসলমান যা সংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।
মোদির দল বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তবে ভারতের মুসলমানদের অভিযোগ তাদের এবং তাদের বিশ্বাসের বিরুদ্ধে আক্রমণ ক্রমাগত বাড়ছে।
গত সপ্তাহে বিজেপির দুই মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন জিন্দাল ইসলামের নবী মোহাম্মদ এবং তার স্ত্রী আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর থেকে ক্ষোভ বাড়ছে।
কাতার এবং কুয়েত দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে।
এছাড়া সৌদি আরব এবং ইরানও ভারতের ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
জেদ্দা-ভিত্তিক অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
নয়াদিল্লি এখন পর্যন্ত প্রতিবাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ওআইসির মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘সংকীর্ণ মনের’ বলে প্রত্যাখ্যান করেছে।
রবিবার কাতার এবং দোহায় ভারতের দূতাবাসগুলো একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে নবী এবং ইসলামের বিরুদ্ধে প্রকাশ করা মতামতগুলো ভারত সরকারের নয় বরং ‘ফ্রিঞ্জ ইলিমেন্টস’ দ্বারা তৈরি করা হয়েছে। উভয় বিবৃতিতে বলা হয়েছে, যে বা যারা অবমাননাকর মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।