অবমাননাকর মন্তব্য
বিচারককে নিয়ে অবমাননাকর মন্তব্য: দিনাজপুরের মেয়র জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড
আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। জাহাঙ্গীর আলমকে অবিলম্বে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আদালত অবমাননার আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
জানা যায়, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বর্তমান বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীরের দেওয়া এক বক্তব্যের সূত্রে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির তিন সদস্যসহ চার আইনজীবী আবেদনটি করেছিলেন।
আরও পড়ুন: মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা: শুনানি ১৪ আগস্ট
তারা হলেন- মোহাম্মদ হারুন-উর রশিদ, মাহফুজুর রহমান, মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান।
গত ১৭ আগস্ট এই আবেদনের শুনানি করে আপিল বিভাগ মেয়র জাহাঙ্গীর আলমকে ২৪ আগস্ট হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়।
এরপর ২৪ আগস্ট হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ওইদিন শুনানি নিয়ে আপিল বিভাগ বৃহস্পতিবার (১২ অক্টোবর) শুনানির তারিখ রাখেন। এদিন সকাল ৯টায় জাহাঙ্গীরকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হন।
৩ আগস্ট বিএনপির কর্মসূচি চলাকালে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির রায় প্রদানকারী বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মেয়র জাহাঙ্গীর। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি আদালত অবমাননাকারী দাবি করে আবেদন করেন চার আইনজীবী।
উল্লেখ্য, বিএনপি নেতা দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হন। ২০২১ সালে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
১ বছর আগে
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা
নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনার অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে পুলিশ।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল শুরু করে।
দলটির আমীর মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে মিছিলটি দুপুরে শান্তিনগর মোড়ে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উইংয়ের সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বলেছেন, পুলিশ তাদের দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রতিবাদ স্মারকলিপি জমা দেয়ার জন্য বারিধারার হাইকমিশন মিশনে যাওয়ার অনুমতি দিয়েছে।
বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাবেক নেতা নূপুর শর্মা এবং নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ভারতীয় মিশনে চলে যাওয়ার পর বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে।
২ বছর আগে
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: সারাদেশে বিক্ষোভ-মিছিল
ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি রাস্তায় নেমে আসে এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে কাকরাইলের নাইটিংগেল পর্যন্ত মিছিল করে।
এর মধ্যে একটি সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে আগামী ১৬ জুন ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ঘেরাও ও স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা।
কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর চরমোনাই।
তিনি এ ঘটনায় বর্তমান সংসদের অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানানোর দাবি জানান।
ফয়জুল করীম বলেন, নয়াদিল্লি যদি বিজেপির অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয় তবে তাদের দল ১৬ জুন বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে একটি গণমিছিল করবে।
পড়ুন: মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ
২ বছর আগে
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই সাবেক মুখপাত্রের অবমাননামূলক মন্তব্যের প্রতিবাদে দেশটিতে শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।
বিজেপির সাবেক কেন্দ্রীয় মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি মিডিয়া সেলের সাবেক প্রধান নবীন কুমার জিন্দালকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর দিল্লি এবং পার্শ্ববর্তী উত্তর প্রদেশে বিক্ষোভ করেছে মুসলমানরা।
দেশটিরর অন্যতম বৃহত্তম মসজিদ জামা মসজিদের বাইরে এবং উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখানের বিক্ষোভ কর্মসূচিগুলো মূলত শান্তিপূর্ণ ছিল।
তবে স্থানীয় টিভি চ্যানেলগুলো উত্তরপ্রদেশের সাহারানপুর শহরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষের ফুটেজ প্রচার করেছে।
নবী মুহাম্মদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ হয়, যা ভারত ছাড়াও অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত এবং কাতারের সাথে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে।
এর আগে গত রবিবার বিজেপি দুই মুখপাত্রকে দল থেকে বরখাস্ত করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা সকল ধর্মকে সম্মান করে।
এতে আরও বলা হয়, ‘বিজেপি এই ধরনের ব্যক্তি বা দর্শনকে প্রচার করে না... এটা (বিজেপি) কোনো ধর্মের কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অপমানকে দৃঢ়ভাবে নিন্দা করে।’
কাতার এবং কুয়েতের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু বিতর্কিত মন্তব্যের জেরে এই দুটি দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানানোর পর বিজেপি ব্যবস্থা নিতে শুরু করে।
পরে ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, ইরাক, লিবিয়া ও বাহরাইনও এ ঘটনার নিন্দা জানায়।
পড়ুন: মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে তীব্র নিন্দা
২ বছর আগে
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে তীব্র নিন্দা
মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষস্থানীয় নেতার অবমাননাকর মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।
ইতোমধ্যে পাঁচটি আরব দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানও সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির দুজন শীর্ষস্থানীয় মুখপাত্রের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
এদিকে, কিছু আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো মোদির শাসক দলকে কখনও কখনও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তৃতা দেয়ার অভিযোগ করেছে। ভারতের ১ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যার ১৪ শতাংশ মুসলমান যা সংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।
মোদির দল বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তবে ভারতের মুসলমানদের অভিযোগ তাদের এবং তাদের বিশ্বাসের বিরুদ্ধে আক্রমণ ক্রমাগত বাড়ছে।
গত সপ্তাহে বিজেপির দুই মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন জিন্দাল ইসলামের নবী মোহাম্মদ এবং তার স্ত্রী আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর থেকে ক্ষোভ বাড়ছে।
কাতার এবং কুয়েত দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে।
এছাড়া সৌদি আরব এবং ইরানও ভারতের ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
জেদ্দা-ভিত্তিক অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
নয়াদিল্লি এখন পর্যন্ত প্রতিবাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ওআইসির মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘সংকীর্ণ মনের’ বলে প্রত্যাখ্যান করেছে।
রবিবার কাতার এবং দোহায় ভারতের দূতাবাসগুলো একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে নবী এবং ইসলামের বিরুদ্ধে প্রকাশ করা মতামতগুলো ভারত সরকারের নয় বরং ‘ফ্রিঞ্জ ইলিমেন্টস’ দ্বারা তৈরি করা হয়েছে। উভয় বিবৃতিতে বলা হয়েছে, যে বা যারা অবমাননাকর মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
পড়ুন: নাইজেরিয়ায় গির্জায় হামলায় ৫০ জনের বেশি নিহতের আশঙ্কা
বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণে মাইলফলক
২ বছর আগে