মালয়েশিয়ার কেন্দ্রীয় সেলাঙ্গর রাজ্যের একটি শহরতলিতে বৃহস্পতিবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জনের লাশ উদ্ধার করা হয়।
শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম একটি উড়োজাহাজ (জেট) বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিমানের সব যাত্রী মারা গেছেন কি না সে বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা বলেন, অন্তত ৯ জনের লাশ পাওয়া গেছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালয় মেইল নামে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানটি বিস্ফারিত হয় এবং এর কিছু ধ্বংসাবশেষ একটি মোটরসাইকেলকে আঘাত করে।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়া জাহাজের কন্টেইনার থেকে কিশোর উদ্ধার
নিউ স্ট্রেইটস টাইমস নামে আরেকটি সংবাদপত্র তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, উড়োজাহাজটি উত্তরাঞ্চলীয় রিসোর্ট দ্বীপ ল্যাংকাউই থেকে সেলাঙ্গরের সুবাং বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এবং মহাসড়কে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাহ আলম জেলার প্রধান মহাসড়কের পাশে একটি ঘাসযুক্ত লন (দুর্ঘটনাস্থল) থেকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে। রাস্তার কিছু অংশ ঘন ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা গেছে।
ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।
পরিবহনমন্ত্রী অ্যান্টনি লোক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ধনী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রিমিয়াম ভিসা চালু করছে মালয়েশিয়া