ওয়েলিংটন, ১৬ মার্চ (সিনহুয়া/ইউএনবি)- ক্রাইস্টচার্চের মেয়র লিয়েন ডালজিয়েন বলেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার মানে আমাদের, ক্রাইস্টচার্চ ও নিউজিল্যান্ডের ওপরই হামলা।’
নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা পর শনিবার জনসাধারণের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
হামলায় নিহত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মেয়র বলেন, এ হামলায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।
হামলার পর পুলিশ ও অন্যদের অসামান্য ভূমিকার জন্য তাদের প্রশংসা করেন তিনি।
মেয়র বিশ্বাস করেন, ক্রাইস্টচার্চ এ দুঃসময় জনগণকে সঙ্গে নিয়ে খুব দ্রুত কাটিয়ে উঠবে।
এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডে শনি ও রবিবারের বিভিন্ন বড় বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত ও ৪৮ জন আহত হন।