এতে জানানো হয়, ইরানি আইনপ্রণেতাদের ভোট অনুযায়ী পেন্টাগনের সব সদস্য, সংযুক্ত প্রতিষ্ঠান ও কোম্পানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রাক্তন কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করা মার্কিন কমান্ডাররা কালো তালিকাভুক্ত হয়েছেন।
সেই সাথে সংসদের ভোটে কুদস ফোর্সের প্রতিরক্ষা শক্তি জোরদার করতে ইরান সরকারকে ২০ কোটি ইউরো (২২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সংসদের উন্মুক্ত অধিবেশনে এ ‘জরুরি প্রস্তাব’ এর সাধারণ ও বিশদ অংশ সর্বসম্মতভাবে পাস করা হয়।
শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হন।
মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করার বদলা হিসেবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ২০১৯ সালের এপ্রিলে ইউএস সেন্ট্রাল কমান্ড ফোর্স ইন ওয়েস্ট এশিয়াকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছিল।