রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যদিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানিয়েছে ব্রিটেন ও সারাবিশ্ব। সোমবারের এই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা, রাজপুত্র এবং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রিয় রানিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শোকার্ত জনতা লন্ডনের রাস্তায় ভিড় করেছিল।
উইনস্টন চার্চিলের পর প্রথমবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সাক্ষী হলো ব্রিটেন। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের প্রতিটি বছরের জন্য একবার করে ৯৬ বার তোপধ্বনি দেয়া হয়। তারপরে ১৪২ জন রয়্যাল নেভির সদস্য কামানবাহী গাড়িতে করে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে আসা হয়। এরপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে গির্জার ভিতরে কফিনটি নিয়ে যাওয়ার আগে বিশ্ব নেতা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা কর্মী পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ রানিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিল।
রানিকে বহনকারী কফিনটি রাজকীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল এবং এর ওপর ইম্পেরিয়াল স্টেট ক্রাউন বসানো ছিল।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা থাকছেন
কফিনটির পেছনে এলিজাবেথের বংশধররা একে একে গির্জায় প্রবেশ করেন। কফিনের ওপরে একটি ফুলের তোড়ার ওপরে একটি হাতে লেখা নোট ছিল। যাতে লেখা ছিল ‘ইন লাভিং এন্ড ডেভোটেড মেমোরি’ এবং তাতে চার্লস আর (রেক্স বা রাজা) বলে স্বাক্ষর রয়েছে।
শেষকৃত্যের শুরুতে ওয়েস্টমিনস্টার অ্যাবে-র ডিন ডেভিড হোয়েল শোকার্তদের বলেন, ‘এই সেই স্থান, যেখানে রানি এলিজাবেথের বিয়ে হয়েছিল এবং তাকে মুকুট পরানো হয়েছিল। আমরা সারা দেশ থেকে, কমনওয়েলথ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আমাদের ক্ষতির জন্য শোক করতে এবং দীর্ঘজীবনে তার নিঃস্বার্থ সেবার স্মরণ করার জন্য একত্রিত হয়েছি।’
যুক্তরাজ্যজুড়ে দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়। তারপর উপস্থিতরা জাতীয় সঙ্গীত গায়, যার শিরোনাম এখন ‘গড সেভ দ্য কিং’।
সোমবার এলিজাবেথের সম্মানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার ঐতিহাসিক মুহুর্তে অংশ নিতে কয়েক হাজার লোক সেন্ট্রাল লন্ডনের রাস্তায় নেমেছিল। রাজধানীর রাস্তা দিয়ে কফিন নিয়ে যাওয়া দেখতে তারা ফুটপাতে ভিড় করে দাঁড়ায়। কফিনবাহী মিছিলটি শহরের রানির সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস অতিক্রম করার সঙ্গে সঙ্গে সকলে মাথা নত করে এবং সম্মান জানায়।
টেলিভিশনে লাইভ অন্ত্যেষ্টিক্রিয়ায় আরও কয়েক লাখ মানুষকে দেখা যায়। লাইভে রানির কফিনবাহী মিছিল দেখতে যুক্তরাজ্য জুড়ে পার্ক ও পাবলিক স্পেসে মানুষ ভিড় জমায়। এমনকি গুগল তাদের ডুডলটি আজকের জন্য রানির সম্মানে কালো করেছে।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সন্ধ্যায়, চার্লস যুক্তরাজ্য ও সারা বিশ্বের লোকদের ধন্যবাদ জানিয়ে একটি বার্তা দেন।
তিনি তাতে বলেন, তিনি ও তার স্ত্রী ক্যামিলা রানিকে শেষ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন।
ব্রিটেনজুড়ে মানুষেরা রাত ৮টায় এক মিনিটের নীরবতা পালন করে।
আরও পড়ুন: পর্দায় রানি দ্বিতীয় এলিজাবেথ
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি বিশিষ্ট বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার এখন কি করা হবে?