বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, খুব তাড়াতাড়ি লকডাউন তুলে নেয়া হলে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির ভয়াবহ বিস্তার ঘটতে পারে, খবর বিবিসি।
ড. টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, অর্থনৈতিক প্রভাব নিয়ে কিছু সমস্যায় পড়লেও বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক হওয়া উচিত।
লকডাউন অব্যাহত থাকলেও ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি ও স্পেন উভয়ে কিছু ব্যবস্থা শিথিল করেছে।
শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে ১৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এবং এক লাখ এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ড. টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, ইউরোপীয় কিছু দেশে মহামারির ভয়াবহতা কমায় আমার স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারের সাথে লকডাউন শিথিল করার ক্ষেত্রে কৌশল গঠন করতে কাজ করছে, তবে খুব শিগগরই এটি করা উচিত নয়।
‘সঠিকভাবে পরিচালিত না হলে ভবিষ্যতে বিষয়টি বিপজ্জনক হতে পারে।’