ত্রিপোলি, ২৯ মার্চ (সিনহুয়া/ইউএনবি)- লিবিয়ার তুব্রুক শহরে ১০০ জনের অধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।
সেনা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুব্রুক শহরে এক অভিযানের সময় মোট ৪৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া আরেক অভিযানে আরও ৬০ জনকে আটক করা হয়।
প্রসঙ্গত, তুব্রুক শহরটি মিশর সীমান্তের কাছে অবস্থিত, যা চোরাচালানের হটস্পট হিসেবে পরিচিত। ইউরোপে গমনকারী অবৈধ অভিবাসীদের যাওয়ার জন্য লিবিয়া একটি পছন্দের জায়গা। সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় দেশটিতে অবৈধ অভিবাসীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।