দ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) এক বিবৃতিতে দেশব্যাপী ফ্লু’র টিকা দেয়া কর্মসূচি চালিয়ে যাওয়ার উল্লেখ করে জানায়, ফ্লু’র টিকা এবং মৃত্যুর মাঝে কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা খুবই কম।
এ বছর ফ্লু’র টিকা নেয়ার পর মোট ৫৯ ব্যক্তি মারা গেছেন। তাদের বেশির ভাগ ছিলেন ৭০ থেকে ৮০ বছর বয়সী। আর টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার কথা জানিয়েছেন এক হাজার ২৩১ জন।
তদন্তে ৪৬টি মৃত্যুর সাথে টিকার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। বাকি ১৩টি মৃত্যু নিয়ে অনুসন্ধান চলছে।
মোট মারা যাওয়াদের মধ্যে কারো ক্ষেত্রে টিকা নেয়ার পর অ্যানাফিল্যাক্সিস শক বা প্রাণঘাতী অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সরকার বৃদ্ধ ও কিশোর-কিশোরীসহ ১.৯ কোটি মানুষকে বিনামূল্যে টিকাদান কর্মসূচির চেষ্টা করছে। এ বছর দক্ষিণ কোরিয়ার জনগণ মোট ১.৪৭ কোটি ডোজ টিকা পেয়েছেন, যার মধ্যে ৯৬.৮ লাখ ডোজ বিনামূল্যে টিকাদান কর্মসূচির আওতায় দেয়া হয়েছে। শীতের ইনফ্লুয়েঞ্জা মৌসুমে কোভিড-১৯ এবং ফ্লু’র কথিত ‘জমজমহামারি’ রোধ করতে এ কর্মসূচি আনা হয়েছে।