যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে চীনা সরকারকে হংকংয়ের আইনসভার বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং অযোগ্য ঘোষণা করা সদস্যদের পুনর্বহাল করার আহ্বান জানিয়েছে বলে সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হংকংয়ের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর হস্তক্ষেপ আমরা দৃঢ়তার সাথে বিরোধিতা করছি। যা আন্তর্জাতিক আইন এবং মৌলিক নিয়মের এক সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে চীনের অবস্থানের বিষয়ে অনেক আগেই পরিষ্কার করা হয়েছে।’
ঝাও বলেন, ‘সংবিধানের মূল বিধান, মৌলিক আইন এবং এইচকেএসআর জাতীয় নিরাপত্তা আইন অনুসারে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির বিধানসভা পরিষদের সদস্যদের যোগ্যতার বিষয়ে নেয়া সিদ্ধান্ত সংবিধান মেনেই নেয়া হয়েছে। এক দেশ, দুটি নীতি, এইচকেএসআর আইন এবং সাংবিধানিক শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এটি আইনসম্মত, যুক্তিসঙ্গত ও অপরিবর্তনীয়।’