২০২২ সালে ভারতে বিদেশি পর্যটক আগমনের(এফটিএএস) শীর্ষ উৎস দেশের তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশ।
বিশ্ব পর্যটন দিবসে ভারতীয় পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে পিটিআই।
এতে বলা হয়েছে, ভারতে ২০২২ সালে ৬ দশমিক ১৯ মিলিয়ন বিদেশি পর্যটকের আগমন নথিভূক্ত করেছে, যা ২০২১ সালে ছিল ১ দশমিক ৫২ মিলিয়ন।
২০১৯ -এ প্রাক- মহামারির বছরে ভারতে ১০ দশমিক ৯৩ মিলিয়ন বিদেশি পর্যটকের আগমন হয়েছিল।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এপ্রিলে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে বলেছিলেন, মহামারির পরে পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা শুরু আজ
পর্যটন মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত রাজস্ব থেকে ১ লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি (১৬ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার) বৈদেশিক মুদ্রা পেয়েছে, যা ২০২১ সালের ৬৫ হাজার ৭০ কোটি রুপি থেকে ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’।
এছাড়াও, মার্কিন ডলারে বিদেশি পর্যটক প্রাপ্তিতে ভারতের অংশ ২ দশমিক শূন্য ৮ শতাংশ। প্রতিবেদন অনুসারে, পর্যটক প্রাপ্তির ক্ষেত্রে বিশ্বের ১৪তম স্থানে রয়েছে ভারত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লি বিমানবন্দর ২০২২ সালে ভারতের এফটিএ-র জন্য শীর্ষ আটটি বন্দরের ৩১ দশমিক ২১ শতাংশ গঠন করেছিল।
আরও পড়ুন: বিদেশি পর্যটকদের জন্য আমাদের দেশের ভিসা পদ্ধতি সহজ করা উচিত: পর্যটন প্রতিমন্ত্রী