বৈদেশিক মুদ্রার অস্থির বাজার নিয়ন্ত্রণ করতে সকল ব্যাংকের জন্য টাকার সঙ্গে মার্কিন ডলারের অভিন্ন বিনিময় হার নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক ও বৈদেশিক মুদ্রার ডিলারদের রবিবারের মধ্যে অভিন্ন হারের সুপারিশ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকের সিইও-এমডিদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রিজার্ভ হ্রাসের মধ্যে বৈদেশিক মুদ্রার বাজারকে অস্থিতিশীল করার যে কোনো কারসাজি থেকে দূরে থাকার জন্যও বৈঠকে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিধান
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এতে রেমিট্যান্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি রোধ এবং আরও কিছু ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ডলারের চাহিদা মেটাতে এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকগুলোতে তারল্য সহায়তা ও ডলার সরবরাহের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
এছাড়া এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে রপ্তানি বিল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন ইউএনবিকে বলেন, বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: বিদেশি মুদ্রা পাঠানো ও অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা