মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তিতে আইএফসির পক্ষে কান্ট্রি প্রধান (চলতি দায়িত্ব) নুজহাত আনোয়ার ও ওমেরার পক্ষে আকতার হোসেন সান্নামাত এফসিএ স্বাক্ষর করেন।
কোভিড-১৯ পরিস্থিতির সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আইএফসি এই আর্থিক সহায়তা দিবে ওমেরা পেট্রোলিয়ামকে। বিনিয়োগ, স্টোরেজ ও ফিলিং ক্যাপাসিটি বিবেচনায় বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি ওমেরা পেট্রোলিয়ামকে দ্বিতীয়বারের জন্য আইএফসি এই ঋণ সুবিধা দিতে যাচ্ছে। এই তহবিল এলপিজি আমদানি ঋণ পরিশোধে ব্যবহার করবে ওমেরা।
ওমেরা এলপিজির প্রধান অর্থ কর্মকর্তা আকতার হোসেন সান্নামাত বলেন, আইএফসির বৈদেশিক মুদ্রার এই বিনিয়োগ ওমেরার জন্য খুবই তাৎপর্যপূর্ণ যা কোম্পানির দক্ষ তহবিল ব্যবস্থাপনা, উৎপাদন ও বিক্রয় কার্যক্রম আরও সফলতার সাথে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আইএফসির সাথে ওমেরার সর্ম্পক ও অংশীদারিত্ব খুবই দৃঢ় এবং আমরা আইএফসির সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার নির্দেশকা প্রতিপালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’
এ চুক্তির ফলে সারাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এলপিজির সহজলভ্যতা নিশ্চিত করবে বলে আকতার হোসেন সান্নামাত উল্লেখ করেন।