২০২১-২২ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট (সিএএম) ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ এবং ক্যাপিটেক পদ্মা পিএফ শরীয়াহ ইউনিট ফান্ডের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড অ্যাসেট ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) উভয় ফান্ডের ট্রাস্টি।
সম্প্রতি অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগের অর্থবছরে (২০২০-২১ অর্থবছরে) লভ্যাংশের হার ছিল ১৫ শতাংশ ও ৭ শতাংশ।
ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিট প্রতি আয় (ইপিইউ) এক দশমিক ৯২ টাকা বাজার মূল্যে ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) ১২ দশমিক ৮৫ টাকা ও ১২ দশমিক ৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে এগুলো ছিল যথাক্রমে ২ দশমিক ১০ টাকা, ১২ দশমিক ৩৭ টাকা এবং ১২ দশমিক ৪ টাকা।
আরও পড়ুন: করোনা চলাকালীন এমএফএস সেক্টর আর্থিক লেনদেনের নেতৃত্ব দিয়েছে: নগদের এমডি
ক্যাপিটেক পদ্মা পিএফ শরীয়াহ ইউনিট ফান্ড ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিট প্রতি আয় (ইপিইউ) ১২ দশমিক ১৯ টাকা বাজার মূল্যে ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য বা এনএভি ১২ দশমিক ১৯টাকা ও ১২ দশমিক ২৮টাকা। আগের বছরের একই সময়ে যথাক্রমে এগুলোর দাম ছিল শূন্য দশমিক ৭২ টাকা, ১০ দশমিক ৮১ টাকা এবং ১১ দশমিক ৫৯ টাকা।
‘সুতরাং, আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে ইউনিট প্রতি আয় (ইপিইউ) ২৪০ শতাংশ বেড়েছে।’
কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা হাসান রহমান বলেন, ‘আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলস, ২০০১ অনুযায়ী দক্ষতার সঙ্গে তহবিল পরিচালনার নতুন ধারণা ও উপায় অনুসন্ধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থবাজারে সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও ইউনিট হোল্ডাররা তাদের বিনিয়োগ থেকে সর্বাধিক রিটার্ন পাচ্ছেন।
ক্যাপিটেক ভবিষ্যতেও লভ্যাংশ বৃদ্ধি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সিএএম) ঢাকায় অবস্থিত একটি ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। সিএএম ২০১৭ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে।
আরও পড়ুন: সিটিজেন্স ব্যাংক পিএলসি’র বাণিজ্যিক কার্যক্রম শুরু