লভ্যাংশ
শ্রমিকদের গ্রামীণ কল্যাণের লভ্যাংশ দেওয়ার রায়ে হাইকোর্টের স্থিতাবস্থা
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের ওই রায়ের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছেন আদালত।
ড. ইউনূসের পক্ষে করা এক রিটের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার (৩০ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে হাত হারানো শিশুটিকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। শ্রমিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাডভোকেট গোলাম রব্বানী শরীফ।
পরে অ্যাডভোকেট গোলাম রব্বানী শরীফ বলেন, গত ৩ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে রায় দেন শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল।
তিনি আরও বলেন, এই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ড. ইউনূস।
শ্রমিকদের পক্ষের আইনজীবীরা জানান, ১০৬ কর্মকর্তা ও কর্মচারী ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণে কর্মরত ছিলেন। ২০০৬-২০১৩ অর্থ বছরে কোম্পানির লভ্যাংশ থেকে তাদের বঞ্চিত করা হয়।
শ্রম আইনে বলা আছে, শ্রম আইন কার্যকর হওয়ার দিন থেকে কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের কল্যাণ ও অংশগ্রহণ তহবিল দিতে হবে। এই লভ্যাংশ না পাওয়ার কারণে প্রথমে তারা গ্রামীণ কল্যাণকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু লিগ্যাল নোটিশ দেওয়ার পরও ব্যবস্থা গ্রহণ না করায় তারা মামলা করেন।
আরও পড়ুন: এবি ব্যাংকে ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনে অনিয়ম, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
হিন্দু নারীদের অধিকার প্রশ্নে হাইকোর্টের রুল
১ বছর আগে
ক্যাপিটেক পপুলার লাইফ ও ক্যাপিটেক পদ্মা পিএফ শরীয়াহ’র ১৫% ও ১২.৫% নগদ লভ্যাংশ ঘোষণা
২০২১-২২ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট (সিএএম) ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ এবং ক্যাপিটেক পদ্মা পিএফ শরীয়াহ ইউনিট ফান্ডের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড অ্যাসেট ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) উভয় ফান্ডের ট্রাস্টি।
সম্প্রতি অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগের অর্থবছরে (২০২০-২১ অর্থবছরে) লভ্যাংশের হার ছিল ১৫ শতাংশ ও ৭ শতাংশ।
ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিট প্রতি আয় (ইপিইউ) এক দশমিক ৯২ টাকা বাজার মূল্যে ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) ১২ দশমিক ৮৫ টাকা ও ১২ দশমিক ৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে এগুলো ছিল যথাক্রমে ২ দশমিক ১০ টাকা, ১২ দশমিক ৩৭ টাকা এবং ১২ দশমিক ৪ টাকা।
আরও পড়ুন: করোনা চলাকালীন এমএফএস সেক্টর আর্থিক লেনদেনের নেতৃত্ব দিয়েছে: নগদের এমডি
ক্যাপিটেক পদ্মা পিএফ শরীয়াহ ইউনিট ফান্ড ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিট প্রতি আয় (ইপিইউ) ১২ দশমিক ১৯ টাকা বাজার মূল্যে ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য বা এনএভি ১২ দশমিক ১৯টাকা ও ১২ দশমিক ২৮টাকা। আগের বছরের একই সময়ে যথাক্রমে এগুলোর দাম ছিল শূন্য দশমিক ৭২ টাকা, ১০ দশমিক ৮১ টাকা এবং ১১ দশমিক ৫৯ টাকা।
‘সুতরাং, আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে ইউনিট প্রতি আয় (ইপিইউ) ২৪০ শতাংশ বেড়েছে।’
কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা হাসান রহমান বলেন, ‘আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলস, ২০০১ অনুযায়ী দক্ষতার সঙ্গে তহবিল পরিচালনার নতুন ধারণা ও উপায় অনুসন্ধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থবাজারে সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও ইউনিট হোল্ডাররা তাদের বিনিয়োগ থেকে সর্বাধিক রিটার্ন পাচ্ছেন।
ক্যাপিটেক ভবিষ্যতেও লভ্যাংশ বৃদ্ধি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সিএএম) ঢাকায় অবস্থিত একটি ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। সিএএম ২০১৭ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে।
আরও পড়ুন: সিটিজেন্স ব্যাংক পিএলসি’র বাণিজ্যিক কার্যক্রম শুরু
দেশে ইইউ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত
২ বছর আগে
ডিবিএইচ এর ২৫ শতাংশ লভ্যাংশ এবং নাম পরিবর্তন অনুমোদন
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ (১৫% নগদ ও ১০% বোনাস) প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে।
এছাড়াও, শেয়ারহোল্ডাররা বিশেষ আলোচ্যসূচিতে কোম্পানির নিবন্ধিত নাম ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড’ পরিবর্তন করে ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ ও অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার আলাদা দুটি প্রস্তাবও অনুমোদন করেন (সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্র্ম এ অনুষ্ঠিত ২৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারা এ প্রস্তাবগুলোর অনুমোদন দেয়)।
ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ডিবিএইচ এর এ সভায় কোম্পানির চেয়ারম্যান নাসির এ. চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় ড. এ এম আর চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের মধ্যে, মেহেরীণ হাসান, মুজিবর রহমান, মঈন উদ্দিন আহমেদ, এম. আনিসুল হক এফসিএমএ, মোহাম্মদ আনিসুর রহমান, রাশেদা কে. চৌধুরী, মেজর জেনারেল সাইয়িদ আহমেদ (অবসরপ্রাপ্ত), ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানী সচিব জসিম উদ্দিন এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: রাজশাহীতে ডিবিএইচ’র যাত্রা শুরু
সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে, ব্যাবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন ক্রেডিট রেটিং এ টানা ১৬ (ষোল) বার ‘ট্রিপল এ’ অর্জনের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, গৃহ ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিবিএইচ পরিচালন মূনাফায় ২০২১ সালে আগের বছরের চেয়ে ১৮% প্রবৃদ্ধি অর্জন করেছে। খেলাপী ঋণের পরিমাণ মোট ঋণের ০.৬৩% যা দেশের আর্থিক খাতের মধ্যে সবনিম্ন।
ডিবিএইচের চেয়ারম্যান নাসির এ. চৌধুরী পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। ডিসেম্বর ৩১, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানির কর পরবর্তী মূনাফা দাঁড়ায় ১০৪ কোটি টাকায়, যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় ৬০২৮ কোটি টাকা।
করোনা অতিমারির কারণে ব্যবসা পরিচালনার প্রতিকুল অবস্থা সত্বেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে নাসির চৌধুরী বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা কোম্পানির আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: এনবিএফআই ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ডিবিএইচ
২ বছর আগে
শ্রমিক কল্যাণ তহবিলে মেঘনা পেট্রোলিয়ামের ৫ কোটি টাকা লভ্যাংশ জমা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দুই অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা জমা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
৪ বছর আগে