ঢাকা, ১৯ মার্চ (ইউএনবি)- চলতি অর্থবছরে (২০১৮-১৯) দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশে উন্নীত হওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ জিডিপি প্রবৃদ্ধির হার ৮.১৩ শতাংশে উন্নীত হবে। এটি একটি সম্ভাব্য হিসাব।’
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.৮৬ শতাংশ ছিল।
অর্থমন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় এখন ১,৭৫১ মার্কিন ডলার থেকে ১,৯০৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
তিনি বলেন, চলতি অর্থবছরের শেষ নাগাদ ৮.১৭ শতাংশ সরকারি ও ২৩.৪০ শতাংশ বেসরকারি বিনিয়োগে জিডিপিতে বিনিয়োগের অনুপাত ৩১.৫৭ শতাংশে উন্নীত হবে। গত অর্থবছরে যা ছিল ৩১.১৩ শতাংশ।
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি হারের কারণ হচ্ছে ম্যাক্রো স্তরের মূল ক্ষেত্রগুলোর উন্নতি।