জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও মালামাল ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোলের ওপারে বন্দরে প্রবেশের অপেক্ষায় শতশত পচনশীল পণ্যসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বনগাও কালিতলা পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ভেতর বিভিন্ন পণ্য চালান পরীক্ষণ কাজ আগাম সম্পন্ন করছেন।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও সীমিত আকারে যাত্রী ভ্রমণের অনুমতি আছে। তারা যাতায়াত করছেন।