বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নেদারল্যাণ্ডে আইন্ডহোফেন শহরে মর্যাদাপূর্ণ ‘ডাচ ডিজাইন উইকে’ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশি নির্মাতা ও উদ্যোক্তারা। মঙ্গলবার দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশকে ডাচ উদ্যোক্তাদের মাঝে তুলে ধরার জন্য দিনব্যাপী একটি ইভেন্টের আয়োজন করা হয়। এই প্রথমবারের মতো বাংলাদেশি ব্যবসায়ীরা ডাচ ডিজাইন উইকে অংশ নিচ্ছেন। আর এই ইভেন্টের উদ্দেশ্য হচ্ছে আগ্রহী ডাচ উদ্যোক্তা এবং ডিজাইনারদের সঙ্গে কিছু নেতৃস্থানীয়, উদ্ভাবনী বাংলাদেশি নির্মাতাদের মধ্যে মেলবন্ধন তৈরি করা।
আরও পড়ুন: স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংকগুলোকে সিটিজেন’স চার্টার প্রস্তুতের নির্দেশ
আয়োজিত ইভেন্টে এপেক্স ফুটওয়ার, এসিআই, নারিশ, মুন্নু সিরামিক, ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যোগ দিবে।
আরও পড়ুন: যাত্রীবাহী জাহাজে তামাকজাত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধের দাবি
প্রতি বছর শত শত ডিজাইনার, উদ্ভাবক উত্তর ইউরোপের বৃহত্তম ডিজাইন ইভেন্টে একত্রিত হন, যেখানে উদীয়মান চিন্তাভাবনা বা ডিজাইন, উদ্ভাবন, নতুন উপকরণ, স্থায়িত্ব ধারণাগুলো ইউরোপ এবং তার বাইরের উদ্যোক্তাদের কাছে প্রদর্শিত হয়।
আরও পড়ুন: অন্যদেশ থেকে পণ্য কিনে তৃতীয় দেশে রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা
ইউরোপ সার্কুলার ইকোনমির দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইইউ গ্রিন ডিল দ্বারা চালিত হওয়ায় ভোক্তারা ন্যূনতম কার্বন ফুট প্রিন্ট মার্ক সংবলিত পণ্যগুলোর প্রতি ক্রমাগত আকৃষ্ট হচ্ছে এবং নতুন ধরনের পণ্যের চাহিদা বৃদ্ধি করছে।