ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার জানিয়েছে, রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়া, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে বলে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো দুপুর ২টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছিল।
তবে ওষুধের দোকান এবং জরুরি পরিষেবাগুলো এ নির্দেশের আওতার বাইরে থাকবে বলে তিনি জানান।
ডিএমপি চলমান সংকট মোকাবিলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।