খোলা
ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাই।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এর আগেও বলেছি- যারা নিরাপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলন অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়েন এই ঘোষণা দিয়েছি।
যেসব শিক্ষার্থী বা অভিভাবকরা যদি মনে করেন তারা নিরপরাধ তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদেরকে সকল ধরনের সহযোগিতা দেব। কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই সেগুলো বলা প্রয়োজন।
আরও পড়ুন: সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি সবার আগে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাই। প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোও নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি। এগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে জানাব।
অনলাইনে ক্লাসের শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নেব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে। সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব৷
এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসে ৭ মন্ত্রী ৪ সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।
বৈঠকে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী,আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনায় যোগ দেন। এছাড়া বৈঠকে পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও বৈঠকে ছিলেন।
এছাড়া আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাব, বিজিবি ও আনসারপ্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ ও মৌন মিছিল
৩ মাস আগে
বুধবার ৪ ঘণ্টা খোলা ছিল ব্যাংক, দীর্ঘ লাইন গ্রাহকদের
দেশজুড়ে কারফিউয়ের জেরে সব ব্যাংক টানা তিন কার্যদিবস বন্ধ থাকার পর বুধবার মাত্র চার ঘণ্টা খোলা ছিল। এ সময় গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে।
কোটা সংস্কারকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার কারণে বাংলাদেশে টানা পাঁচ দিন ইন্টারনেট ছিল না। পরিস্থিতির কিছুটা উন্নতির পর আজ বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, বেসরকারি অফিস ও ব্যাংক খোলা ছিল।
বেলা ১১টা থেকে ব্যাংকের শাখায় গ্রাহকরা ভিড় করেন। বেশিরভাগই টাকা তুলতে গিয়েছিলেন।
আরও পড়ুন: অর্থনৈতিক সাংবাদিকদের বর্জনের মধ্যে অনলাইনে মুদ্রানীতি বিবৃতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক
মতিঝিল, দিলকুশা, পল্টন, কাকরাইলসহ ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এই প্রতিবেদক ব্যাংকগুলোতে গ্রাহকদের অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইন দেখেছেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, দিনের বেলায় নগদ জমার চেয়ে উত্তোলন হয়েছে বেশি।
গ্রাহকরা জানান, গত পাঁচ দিন ইন্টারনেট না থাকায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অধিকাংশ এটিএম বুথ অচল হয়ে পড়েছে। এর ফলে নগদ চেকের মাধ্যমে টাকা তোলার জন্য আজ ব্যাংকগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।
সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় লাইনে দাঁড়িয়ে থাকা কাওসার আহমেদ বলেন, 'বেলা সাড়ে ১১টার দিকে লাইনে দাঁড়িয়েছি। নগদ টাকার অভাবে গত কয়েকদিন আমি খুব উদ্বিগ্ন ছিলাম। এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারিনি। বেশ কয়েকটি এটিএম বুথ ঘুরে আমার মতো অনেককেই অসুবিধার সম্মুখীন হতে দেখেছি।’
তিনি বলেন, 'আজ ব্যাংক খোলা শুনে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি।’
পূবালী ব্যাংকের দিলকুশা শাখায় টাকা তুলতে আসা অবসরপ্রাপ্ত জয়নাল উদ্দিন বলেন, ‘নগদ অর্থের অভাবে নানা সমস্যায় পড়েছি। কেনাকাটা ও ওষুধ কিনতে যেতে পারিনি।’
তিনি বলেন, ‘আমি সত্যিই স্বস্তি পেয়েছি যে ব্যাংকগুলো আজ খুলেছে। হাতে নগদ টাকা থাকলে মনে স্বস্তি থাকে।’
আরও পড়ুন: সীমিত পরিসরে খুলেছে অফিস-ব্যাংক; রাজধানীতে যানজট
খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংক ১১% বললেও প্রকৃত চিত্র ২৫%: ড. আহসান এইচ মনসুর
৩ মাস আগে
শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক: বিবি
নির্বাচনসংক্রান্ত ব্যয় মেটানোর সুবিধার্থে সীমিত জনবল নিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রামসহ মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলায় শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক(বিবি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন একটি নির্দেশনা জারি করে এবং তা সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
আরও পড়ুন: ১৫ বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে ব্যাংক থেকে ৯২ হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে: সিপিডি
এর আগে বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার ও শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আজ সার্কুলার জারি করেছে।
এছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচনী দায়িত্ব দেয়া হয়েছে, তাদের অফিস ডিউটি থেকে মুক্ত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: উন্নয়ন সত্ত্বেও আয়বৈষম্য বাড়ছে, মূল্যবোধ হ্রাস পাচ্ছে: ড. খলীকুজ্জমান
১০ মাস আগে
পরীক্ষার্থীর কান-মুখ খোলা রাখার বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে রিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় শনাক্তে কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
ঢাবি’র তিন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ রিটটি করে আদালতে রবিবার ম্যানসন স্লিপ জমা দিয়েছেন।
শিক্ষা সচিব, ঢাবির ভিসি, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১১ ডিসেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যানের দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/ প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে।’
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্ত প্রতিটি ক্লাসে শিক্ষকগণ ইতোমধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, কোনো কোনো শিক্ষার্থী এই সিদ্ধান্ত পালনে শৈথিল্য দেখাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়: ‘১৮ সেপ্টেম্বর গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিটটি করা হয়। রিটে বাংলা বিভাগের চেয়ারম্যানের দেয়া বিজ্ঞপ্তিটি কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না এবং ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার ও মুসলিম নারী শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনে বাধা না নিতে কেন নির্দেশ দেয়া হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ওই বিজ্ঞপ্তিরর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারি গমের চালানে বালু-কংক্রিট: চুয়াডাঙ্গায় মামলা, গ্রেপ্তার ৩
লাশ হয়ে ফেরা ৭১৪ নারী অভিবাসী শ্রমিকের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট
১ বছর আগে
চিকিৎসা না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠেই সন্তান প্রসব!
চিকিৎসা না পেয়ে রংপুরের কাউনিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
পরে মা ও নবজাতক শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেদ সাব্বির আহমেদ জানান, পীরগাছার অন্নদানগর চালনিরপাড় গ্রামের রিতু আক্তারের (২০) প্রসব ব্যথা উঠলে বাড়িতে সন্তান জন্মের জন্য চেষ্টা করেন পরিবারের লোকজন।
কিন্ত বাড়িতে না হওয়ায় শুক্রবার বেলা ১২ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা।
চিকিৎসক ও নার্সরা ওই নারীকে পরীক্ষা নিরীক্ষা করেন। ওই নারীর গর্ভে সন্তানের অবস্থান উল্টো থাকার বিষয়টি স্বজনদের জানান তারা।
পরে রোগীর স্বজনরা তাকে রংপুরে মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু রোগীর স্বজনরা হাসপাতালের মাঠে গাড়ির জন্য অপেক্ষা করার এক পর্যায়ে বেলা দেড়টার দিকে ওই নারী স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠেই ছেলে সন্তান জন্ম দেন।
পরে নার্সরা ওয়ার্ড থেকে নেমে এসে মা ও সদ্য জন্ম হওয়া শিশুকে ওয়ার্ডে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
তবে রোগীর স্বজনরা জানান, হাসপাতালের চিকিৎসক ও নার্স তাদের বলেন যে এই রোগীর ডেলিভারি এখানে হবে না। রংপুরে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে রোগীকে রংপুর নিয়ে যেতে অ্যাম্বুলেন্স খুঁজতে থাকেন। কিন্তু হাসপাতালের খোলা মাঠে সন্তান প্রসব হয়।
হাসপাতালে আসা অনেকেই চিকিৎসক ও নার্সের অবহেলাকে দায়ী করে বলেন, চিকিৎসক ও নার্সরা চেষ্টা করলে খোলা মাঠে সন্তান জন্মের ঘটনা ঘটতো না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন, আমি বিষয়টি শোনার পরপরই ব্যবস্থা গ্রহন করেছি। মা ও শিশু হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন এবং তারা দুইজনেই সুস্থ্য আছেন।
এ ঘটনায় কর্তব্যে অবহেলা নয়, অদক্ষতাকে দায়ী করে নার্সদের কোনো গাফিলতি থাকলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ডা. মীর হোসেন।
আরও পড়ুন: রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২ হাজার জনের বিরুদ্ধে মামলা
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০
২ বছর আগে
করোনা মহামারির মধ্যেই স্কুলগুলো আবার খোলা কতটা নিরাপদ?
কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্বজুড়ে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।
৪ বছর আগে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ৪টা পর্যন্ত খোলা: ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার জানিয়েছে, রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
৪ বছর আগে