পঞ্চগড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৭০ টাকার প্যাকেজে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। সপ্তাহের সাত দিন বিক্রয় চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে টিসিবির নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়।
ডিলার কায়সার হামিদ জানান, ৭৭০ টাকার প্যাকেজের মধ্যে ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ২ কেজি বুট ও ১ কেজি মসুরের ডাল রয়েছে।
তিনি বলেন, প্রতি লিটার তেল ৮০, প্রতি কেজি চিনি ৫০, বুট ৬০ ও মুসর ডাল ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এতে সব মিলিয়ে ৭৭০ টাকা লাগবে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহে সাত দিনই টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন ৩০০ মানুষ এ পণ্য কিনতে পারবেন।