সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার, যদিও সামান্য সূচক বেড়েছে চট্টগ্রামে। সারাদিনের লেনদেনে দাম কমেছে দুই বাজারের বেশিরভাগ কোম্পানির।
সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৯৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৩৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ারের দাম।
এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিশেষ করে লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ২১৫ কোম্পানির মধ্যে ৬০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই ব্লক মার্কেটে ২২ কোম্পানির ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে সারাদিনে ২২৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২৭৫ কোটি টাকা।
৯.২০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ এবং ৯ শতাংশ দাম কমে তলানিতে মিডল্যান্ড ব্যাংক।
চট্টগ্রামে উত্থান
আরও পড়ুন: সূচকের পতনে লেনদেন চলছে পুঁজিবাজারে
এদিকে সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সারাদিনের লেনদেনে সার্বিক সূচক বেড়েছে ৩ পয়েন্ট।
লেনদেন হওয়া ১৭৬ কোম্পানির মধ্যে ৫৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩৬ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১০ কোটি ৩৪ লাখ টাকা।
৮.৭০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ফ্যামিলিটেক্স বাংলাদেশ এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।