সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে গেছে। পাশাপাশি শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস ৩ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ডিএস-৩০ সূচক কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ১৮৩টির, আর ৯২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ১০০ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৮টি কোম্পানির মধ্যে ২৯টির দর বেড়েছে, ৪৫টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের প্রথমার্ধে সিএসইতে মোট পাঁচ কোটির বেশি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।