বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রেফাত আহমেদের একক বেঞ্চ এ রায় দেয়।
একই সাথে রায়ের কপি হাতে পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নতুন করে এজিএম করতে বলেছে আদালত। আর নতুন এজিএম করে পরিচালনা পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত আগের পর্ষদ দায়িত্ব পালন করবে।
এ রায়ের ফলে পূবালী ব্যাংক লিমিটেডের গত ৩০ জুলাই অনুষ্ঠিত এজিএমে গঠিত নতুন পরিচালনা পর্ষদের কার্যকারিতা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার সাথে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে, ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট রমজান আলী শিকদার, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, আইনজীবী জাকির চৌধুরী ও কারিশমা জহান।
ব্যারিস্টার সাকিব জানান, গত ৩০ জুলাই পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭তম এজিএম ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. আযীযুল হক।
ব্যাংকের এজিএম বিষয়ে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করা হয়েছিল জানিয়ে ব্যারিস্টার সাকিব বলেন, ‘ওই আবেদন শুনানি নিয়ে আদালত বিষয়টি আমলে নিয়েছিল। এরপর গত ৩০ জুলাই পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেটি আমরা আদালতকে অবগত করি। এরপর আদালত মামলাটি শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করে।’